Friday, January 30, 2015

NGO/Development

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)
পিকেএসএফ ভবন, প্লট- ই-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: ৯১২৬২৪০-৪৩, ফ্যাক্স: ৯১২৬২৪৪, Website: http:/www.pksf-bd.org
নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) তৃণমূল পর্যায়ের দরিদ্র পরিবারসমূহের দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন এবং সংশ্লিষ্ট সকলের মানব মর্যাদা উন্নয়নের লক্ষ্যে দেশের ৬২টি জেলার ১৩৭টি উপজেলার ১৪৩টি ইউনিয়নে ‘দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি)’ শীর্ষক একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। ‘সমৃদ্ধি’ কর্মসূচির আওতায় নিুলিখিত ০২টি পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে দক্ষ, মেধাবী ও উদ্যমী বাংলাদেশের নাগরিকগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম:একাউন্টস এ্যান্ড ফাইন্যান্স অফিসার - ১টি
শিক্ষাগত যোগ্যতা ::কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণিসহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সিএ কোর্স-সম্পন্নকারীগণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা:বাংলা ও ইংরেজীতে লেখায় পারদর্শিতাসহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

পদের নাম:এমআইএস অফিসার - ১টি
শিক্ষাগত যোগ্যতা ::কমপক্ষে ২টি প্রথম বিভাগ/শ্রেণিসহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমআইএস, হিসাববিজ্ঞান, অর্থনীতি, ফাইন্যান্স, গণিত, পরিসংখ্যান বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা:কম্পিউটার জ্ঞান যেমন: এমএস অফিস সফটওয়্যার-এ কাজ করার অভিজ্ঞতা এবং ডাটা এন্ট্রি ও টাইপিং-এ ভাল গতি থাকা আবশ্যক।
বেতন: উল্লিখিত ০২টি পদের ক্ষেত্রে মাসিক থোক বেতন ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা।
উভয় পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ) বছর হতে হবে এবং খ্যাতনামা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ (দুই) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত কার্য-পরিধি এবং আবেদন করার বিস্তারিত নিয়মাবলী www.pksf-bd.org এ দেখার অনুরোধ করা যাচ্ছে।
আগ্রহী উপযুক্ত প্রার্থীকে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখের মধ্যে online আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও অর্থ)

No comments:

Post a Comment

Thanks for comment.